স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক শেখ জামাল আটক
ঢাকা : স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদধারী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংবাদিক নেতা সাংবাদিক শেখ জামালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, ৫ আগস্টের ঘটনায় আলাদা দুটি হত্যা মামলা সহ শেখ জামালের বিরুদ্ধে ছাত্র জনতার হত্যাকারীদের দোসর হিসেবে লিপ্ত থাকায় রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে জানা গেছে।
গতকাল বুধবার রাত ২টার দিকে রাজধানীর মগবাজারস্থ গ্রীনওয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তারা বাসার দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দীর্ঘ সময় তল্লাশির পর তাকে আটক করে নিয়ে যায়।
শেখ জামাল একাই থাকতেন ভাড়ার বাসাটিতে। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকার তথা ছাত্র-জনতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি মূলক নানা পোস্ট দিয়ে আসছিলেন।