• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৮:৩২
S M Tajul Islam অক্টোবর ১৯, ২০২৪

কাঁটাবনের মাদক ব্যবসায়ী পারভিন গং কর্তৃক পিতৃক সম্পত্তি দখলের প্রতিবাদ

ঢাকা : রাজধানী ঢাকার কাঁটাবনের মাদক ব্যবসায়ী পারভিন গং কর্তৃক পিতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

শনিবার ১৯ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কাঁটাবনের মাদক ব্যবসায়ী পারভিন ,ট্যাবলেট বাবু ,পিন্টু ও দেলোয়ার কর্তৃক পিতৃক সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

উক্ত জমির ওয়ারিশগণ বলেন,আপনারা অবগত আছেন যে গতকাল শুক্রবার এই মিলনায়তনে পারভিন ট্যাবলেট বাবু পিন্টু ও দেলোয়ার উভয়ের পিতা রুস্তম আলী মাতা-মৃত নুরজাহান বেগম কাঁটাবন ২৬/এফ বাবূপুরা কাঁটাবন ঢাল নীলক্ষেতে জমির মালিকানা নিয়ে সংবাদ সম্মেলন করেন। প্রকৃতপক্ষে দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমার বাবা এডভোকেট নুরুল ইসলাম তালুকদার বৈধভাবে ক্রয় করে।

তারা বলেন, কাটাবন মৌজা২৬/এফ জায়গাটি মোট চার কাঠা এর মধ্যে আমার বাবা এডভোকেট নুরুল ইসলাম তালুকদার এর নামে দুই কাটা এবং আমার মা জাকেরা ইসলাম এর নামে এক কাঠ, এবং ছোট ভাই শরফুদ্দিন সোহাগ এর নামে এক কাঠা ত্রয় সূত্রের মূল দলিল রেকর্ড সিএস আরএস সিটি পর্চা ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনের কর পরিশোধ পূর্বক মালিকানা হয়ে বুক দখল করে আসিতেছিলেন।

তারা আরো বলেন, আমার বাবা এডভোকেট নুরুল ইসলাম তালুকদার পারভিন গং এর মাকে দয়া করে সেখানে আশ্রয় স্বরূপ থাকতে দেয়, পরবর্তীতে তিনি দেখাশোনা করেন এবং প্রতি মাসে ভাড়া উত্তোলন করিয়া আমার নিকট পৌঁছে দিবেন এবং এর বিনিময়ে তাদের থাকার জন্য একটি রুম দেওয়া হয়। কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার পর তারা নানা রকম প্রতারণা করে বাড়িটি দখললের পাঁয়তারা করেন, এবং এই বাড়িটিতে মাদকের আখড়ায় পরিণত করে, তাদের এই অপচেষ্টা রোদে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি হতে আদালত পর্যন্ত করায় এবং আমাদের বিরুদ্ধে থানায় ও আদালতে মিথ্যা মামলা করে, যা আইনগত প্রক্রিয়ায় মিথ্যা ও বৃত্তিহীন প্রমাণিত হয়।

তারা বলেন, বিগত সরকারের আমলে রাজনীতি ভাবে এই প্রতিপন্ন করে 18 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সরকারের যুগশঙ্খে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে 5 লক্ষ টাকা জোরপূর্বক আদায় করে, এই জমিতে আর কোনদিন আসবেনা বলে বাড়ি থেকে চলে যায়। এরপর বিগত দুই বছর যাবত বাড়িতে নতুন করে মেরামত ও নির্মাণ করে মুখ দখল করে আসিতেছি কিন্তু জমির আইনি প্রক্রিয়া শেষে রেজিস্ট্রেশন সম্পন্ন করার শর্তে রেজিস্ট্রি দলিলে নোটারি পাবলিক কর্তৃক সত্যায়িত পূর্বক চুক্তিবদ্ধ হই এবং আমরা যৌথভাবে মুগ্ধ দল করে আসিতেছি কিন্তু সরকার পরিবর্তন এর সাথে সাথে নতুনভাবে গত ১৪ সেপ্টেম্বরে আনুমানিক সন্ধ্যা সাতটার সময় আমাদের বর্তমান কেটে-কার মোঃ আরিফকে এবং তার কলেজ পড়ুয়া ছেলেকে বেধড়ক মারপিট করে মোবাইল কেড়ে নিয়ে এবং থানার দ্বারস্থ না হওয়া ও প্রান মাসের হুমকি দিয়ে বাড়ি থেকে তে বের করে দেয় যা এলাকাবাসী অবগত আছেন, এরপর আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে শরণাপন্ন হলে তারা দায়িত্ব নিয়ে পারভিন গন্ধে জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞেস করেন তোমরা কি হিসেবে বাড়িটি দখল করেছ। আমাদের জানার মতে পারভিন আক্তার গঙ্গে কোনরকম হুমকি প্রদর্শন করেনি , কিন্তু পারভিন গং রা বাড়ি দখলের বিষয়ে কোন ধরনের সৎ উত্তর না দিয়ে নানান ধরনের তালবাহানা কথা বলেন, এবং আমাদেরকে পুনরায় রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের টার্গ দেওয়ার চেষ্টা করেন।

তারা আরো বলেন, এই বাড়ি ও জমি আমাদের, আমরা এর প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও তারা আজও পর্যন্ত বাড়িটি দখল করে আছে, আমাদের প্রত্যাশা তাদের দখল মুক্ত করতে সরকার ও পুলিশ প্রশাসন সহায়তা করবেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বর্তমান ওয়ারিশ যাকেরা ইসলাম, নাসরিন সুলতানা, নাহিদ ইসলাম মনিকা, আবিদা ইসলাম ,সরফুদ্দিন সোহাগ তাবাসসুম, ফেরদৌসী শাওন সহ অন্যান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *