• ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার রাত ১০:৪১
S M Tajul Islam ডিসেম্বর ২৭, ২০২৫

প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর নিবন্ধন পূর্ব প্রাক-প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকার শাহআলী থানা সমবায় কার্যালয়ের উদ্যোগে ‘প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর নিবন্ধন পূর্ব প্রাক-প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় নবোদয় হাউজিং সোসাইটির রোড-৬/এ, বাসা-৬-এ অবস্থিত সমিতির প্রস্তাবিত কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়ের (শাহআলী থানা) সহকারী পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন। তিনি সমবায় সমিতির নিবন্ধন প্রক্রিয়া, আইনকানুন এবং একটি সমিতি পরিচালনার নিয়মাবলী সম্পর্কে সদস্যদের বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, “একটি সফল সমবায় সমিতি গঠনের মূল ভিত্তি হলো সততা এবং আইনের সঠিক প্রয়োগ। সকল সদস্যকে সমবায় আইন ও বিধিমালা মেনে চলার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে।”

প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের প্রস্তাবিত সভানেত্রী এস এম মোমো-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সঙ্গে সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা। সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইলোরা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লায়লা আক্তার, অর্থ সম্পাদক হালিমা আক্তার, দপ্তর সম্পাদক নাসরিন আক্তার, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ভূমিষ্ট’-এর নির্বাহী পরিচালক পারভিন আক্তার এবং ‘মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর মনিরা বুলবুল। প্রশিক্ষণে সাধারণ সদস্য হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নাজমা, খোদেজা বেগম, রাবেয়া সুলতানা, রুপা ইসলাম, মোসাঃ রিজিয়া, ফারজানা, সেলিনা, মিতু আক্তার, মোসাঃ অনা, ববি, মোসাঃ সুরমা বেগম ও পলি। প্রশিক্ষণ শেষে উপস্থিত নারী সদস্যরা একটি শক্তিশালী সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মঞ্জুর হোসেন ঈসা নারী উদ্যোক্তাদের এই পথ চলায় সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং সাধারণ সদস্য ফজিলতা বেগম এর মা স্টোক করায় তার সুস্থতা কামনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *