• ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার রাত ৮:৫১
S M Tajul Islam ডিসেম্বর ২৭, ২০২৫

ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

ঢাকা : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটে শাহবাগে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন তিনি। এরপর তিনি ওসমান হাদির কবরে শ্রদ্ধান নিবেদন করেন।

এ সময় তাকে অভ্যর্থনা জানান সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোর্শেদ হাসান খান, কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আবুল কালাম, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, উন্মুক্ত বিশ্বববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির প্রমুখ।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তবে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন তারেক রহমান।

এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান।

এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

গত বৃহস্পতিবার দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি গণসংবর্ধনার আয়োজন করে। সেখানে লাখ লাখ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *