দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিআরজেএ-র প্রাণঢালা অভিনন্দন
ঢাকা : দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান মাহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার তেজস্বী ও দিক-নির্দেশনামূলক বক্তব্য শুনে সারাদেশের ১৭ হাজার মফস্বল সাংবাদিক মুগ্ধ, অভিভূত এবং অনুপ্রাণিত। তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে এক নতুন মাইলফলক।”
নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম, সীমাহীন ত্যাগ ও আপসহীন লড়াইকে। তাঁর অকুতোভয় নেতৃত্বের পথ ধরেই আজ দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের মাঝে ফিরে এসেছেন। দেশের এই সন্ধিক্ষণে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”
বিআরজেএ নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে।





























