• ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার রাত ১১:৫০
S M Tajul Islam ডিসেম্বর ২৪, ২০২৫

আইনশৃঙ্খলা অবনতি হলে নির্বাচন হবে বেদনাদায়ক : মঞ্জু

ঢাকা : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এই অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠতে পারে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, শরিফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট হতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে কাগুজে ঘোষণার বাইরে গিয়ে দৃশ্যমান ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে এবি পার্টি চেয়ারম্যান বলেন, ভোটাররা অন্ধ নন। নাগরিক অধিকার নিশ্চিত হবে, এই বিশ্বাস থেকেই তিনি ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন ধারার রাজনীতির জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই নতুন পথ সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানাই।

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের রাজনীতিতে কারাবরণ করেন মজিবুর রহমান মঞ্জু। গত বছরের ৫ আগস্টের পর নিজ জেলা ফেনীতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *