মানুষের মৌলিক চাহিদা পূরণের দাবিতে বিসিআরএস’র সমাবেশ
ঢাকা : “আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র” এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)-এর উদ্যোগে আজ পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। মানুষের মৌলিক চাহিদা পূরণে খাদ্য, পানি, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো বিষয়গুলো অপরিহার্য এই বার্তাটি জোরালোভাবে তুলে ধরা হয় র্যালি ও সমাবেশে।
বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু করে হাই কোর্টের সামনে থেকে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে খাদ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের জীবনধারণের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তখন এই ‘দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র’ নিশ্চিত করা মানবাধিকার সুরক্ষার প্রধান শর্ত।
বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, মোঃ শফিকুল ইসলাম, আল হাদী, মোঃ মঈনুল ইসলাম ময়েন, প্রদীপ কুমার পাল, স্বপন কুমার সাহা, এম এইচ প্রিন্স, মোঃ লোকমান হোসেন, তোফাজ্জল হোসেন ফুয়াদ, মোঃ রেজাউল করিম, মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, মতিউর রহমান সরদার, সৈয়দ ইসমাইল হোসেন জনি, মোঃ আকাশ, মোঃ নকিব, নাহিদ রহমান পুতুল সহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা সমাজের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, মানবাধিকার কেবল আন্তর্জাতিক চুক্তি বা আইনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি শুরু হয় মানুষের দৈনন্দিন জীবনযাপনে। যদি একজন মানুষ তার মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হন, তবে তার জন্য মানবাধিকার অর্থহীন হয়ে পড়ে।
বিসিআরএস চেয়ারম্যান জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকারের মূল ভিত্তি হলো মানুষের স্বাভাবিক জীবনধারণের সুযোগ। আমরা আজকের দিনে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যেন আগামী বাজেটে মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ রাখা হয়।”
সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম তাঁর বক্তব্যে, সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিসিআরএস আশা করে, এই প্রতিপাদ্য দেশের নীতি-নির্ধারকদের মানুষের মৌলিক প্রয়োজন পূরণে আরও সংবেদনশীল করে তুলবে।





























