• ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ১২:৩৭
S M Tajul Islam ডিসেম্বর ৩, ২০২৫

‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত’

ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। টানা এক সপ্তাহ ধরে তিনি সিসিইউতেই আছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ আজ বুধবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন।

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আগের মতোই। উন্নতি-অবনতি কোনোটাই বলা যাচ্ছে না।

এর আগে এদিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আজ সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। তিনি দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান। এর মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞ দলের কার্যক্রম আরও জোরদার হলো।

চীন থেকে অন্য একটি বিশেষজ্ঞ দলও আজই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এই বিদেশি বিশেষজ্ঞ দলগুলো বর্তমান মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করবেন।

এর আগে খালেদা জিয়াকে দেখতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা আশা রাখি, দোয়া করি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।

এছাড়া মঙ্গলবার বিএনপি চেয়ারপাসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। রাত ৯টার দিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে যান।

খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *