• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার দুপুর ২:৪৫
S M Tajul Islam নভেম্বর ১২, ২০২৫

মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি এলাকায় ১১ লাখ টাকার মালামাল জব্দ

এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪টি বার্মিজ গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৭১ হাজার ৫৯০ টাকা।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ভালুখাইয়া বিওপি, জারুলিয়াছড়ি বিওপি, লেম্বুছড়ি বিওপি, হাতিমারাঝিড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ও গরু ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বার্মিজ গরু ৪টি এবং বাংলাদেশি বাজারজাতকরণের বিভিন্ন বস্তাসহ মালামাল।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসকেএম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে আমাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দুর্গম পাহাড়ি সীমান্ত অঞ্চল হওয়ায় নাইক্ষ্যংছড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও গবাদিপশু পাচার একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সময়ে এসব কার্যক্রম কিছুটা কমে এসেছে বলে স্থানীয়রা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *