• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার ভোর ৫:১৯
S M Tajul Islam নভেম্বর ৭, ২০২৫

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডির প্রতিবাদে ডিইউজে’র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা : সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাসের জিডি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ শুক্রবার ডিইউজে সভাপতি মো.শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে শামছুল ইসলাম যে রিপোর্ট করেছেন, নিয়ম অনুযায়ী তার প্রতিবাদ না করে গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় জিডি করেন। তারা অবিলম্বে জিডি প্রত্যাহারের দাবী জানান।

প্রসঙ্গত, “শামছুল ইসলাম জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। এরপর এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ঘটনায় প্রতিহিংসা পরায়ন হয়ে এই কর্মকর্তা আমাকে ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশ্যে এই জিডি করেছেন। জিডিতে বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।”

ডিইউজে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানীর ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার প্রকৃত বিচার হচ্ছে না। এজন্য হামলা ও হয়রানীর ঘটনা বেড়ে চলেছে। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে নিউজ হবার পর তাকে প্রত্যাহার করা তার দূর্নীতি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ডিইউজে নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *