ডিইউজে’র ভোট ঘোষিত তারিখে করতে শ্রম অধিদপ্তরে ২০ প্রার্থীর স্মারকলিপি
ঢাকা : অনিবার্য কারণে স্থগিত হওয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভোট পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর আয়োজন করতে শ্রম অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী ২০ জন প্রার্থী।
রোববার শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এতে পূর্বনির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।
২০ প্রার্থী হলেন- সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিদারুল আলম, সহ-সভাপতি প্রার্থী রফিক মুহাম্মদ, যুগ্ম সম্পাদক প্রার্থী খন্দকার আলমগীর হোসাইন ও ফারুক আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ইকবাল মজুমদার তৌহিদ ও ডিএম আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ মজুমদার, জনকল্যাণ সম্পাদক প্রার্থী ইসরাফিল ফরাজী, প্রচার সম্পাদক প্রার্থী মো. শিমুল হাসান এবং নিবার্হী সদস্য প্রার্থী কেফায়েত শাকিল, মো. বাকি বিল্লাহ, ফখরুল ইসলাম, মো. জহির আলম সিকদার, মো. ইসমাইল হোসেন বাবু, মো. মজিবুর রহমান সরকার, জাহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম ও মাহমুদুল হাসান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৩ এর ৬নং ধারা অনুযায়ী নির্বাচন স্থগিতের ক্ষমতা নির্বাচন কমিটির নেই। কেবল নির্বাহী পরিষদের সিদ্ধান্তেই নির্বাচন স্থগিত হতে পারে। কিন্তু নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনের কোনো সদস্য এবং নির্বাচন কমিটির সদস্য কিংবা নির্বাচনে অংশগ্রহণ করা অন্তত ৮৫ জন প্রার্থীর সঙ্গে কোনো আলোচনা না করেই নির্বাচন স্থগিতের আদেশ দেন।
এ অবস্থায় ঢাকা সাংবাদিক ইউনিয়নে ২ হাজার ২৭০ জন সদস্যের ভোটাধিকার রক্ষায় তফসিল অনুযায়ী নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানানো হয়েছে স্মারকলিপিতে।





























