• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত ২:২৩
S M Tajul Islam অক্টোবর ১৫, ২০২৫

পাবনায় নকল কোমল পানীয় কারখানাকে জরিমানা

পাবনা জেলা প্রতিনিধি : দেশের জনপ্রিয় সফট ড্রিংক স্পিডের আদলে পাবনায় তৈরি হচ্ছিল নকল ও মানবদেহের জন্য ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে পণ্য ধ্বংস ও জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে অবস্থিত লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। সেখানে স্পিডের আদলে তৈরি নকল এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্পাইডার পানীয় পাওয়া যায়। অত্যন্ত গোপনে এসব পানীয় উৎপাদন করা হতো। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। কারখানা মালিক ভবিষ্যতে এ ধরনের পণ্য আর উৎপাদন না করার লিখিত অঙ্গীকার (মুচলেকা) দিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল, এনএসআই, ক্যাব সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *