• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ১:৫৩
S M Tajul Islam অক্টোবর ১৩, ২০২৫

মুক্তিযুদ্ধের বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে: আমান

ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমানউল্লাহ আমান অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা ছিল বিতর্কিত, তারাই এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে নির্বাচন বানচাল করা যাবে না, বাংলাদেশে নির্বাচন হবেই।

সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাবেক সাধারণ সম্পাদক ও ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফউদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি বাংলাদেশে থাকবেন।

‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ —এই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন; সব ক্ষেত্রেই ফয়সালা হয়েছে রাজপথে।

বিএনপি নেতা অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা নিতে পারেন, কিন্তু বেগম জিয়াকে যেতে দেওয়া হয়নি। তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছে।

প্রয়াত ছাত্রনেতা ও ডাকসুর সাবেক ভিপি সাইফউদ্দিন মনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমান বলেন, মনি ভাই ছিলেন অকুতভয়, সৎ ও নির্লোভ রাজনীতিবিদ। নব্বইয়ের দশকের ডাকসু নেতারা শিগগিরই মনি ভাইয়ের বাড়িতে যাবেন এবং তার কবর জিয়ারত করবেন। তার নামে একটি সড়কের নামকরণের উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির এই সাবেক ছাত্রনেতা আরও বলেন, সাইফউদ্দিন মনির স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠন। সেই লক্ষ্যেই আমরা আজও লড়াই চালিয়ে যাচ্ছি।

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সহসভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবীর খোকন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটনসহ ৯০’র ছাত্রনেতারা, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ ও জাতীয় নেতৃবৃন্দ।

স্মরণসভা সঞ্চালনা করেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *