
সম্পত্তি নিয়ে দুই ছেলের দ্বন্দ্ব, ২৪ ঘণ্টা পরও দাফন হয়নি মায়ের
নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে মৃত্যুর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এক বৃদ্ধা মায়ের দাফন সম্পন্ন করা যায়নি সন্তানদের মধ্যে সম্পত্তি বিরোধের কারনে।এই নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা মারা যাওয়ার পর তার দুই সন্তানের এক সন্তানের নামে ২২ শতাংশ সম্পত্তি বেশি দেয়ার অভিযোগে অপর সন্তান সম্পত্তির ভাগ না পাওয়ার আশঙ্কায় দাফনে বাধা সৃষ্টি করে। ফলে মৃতদেহ ২৪ ঘন্টার পর মাটি দেওয়া সম্ভব হয়নি, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয়রা বিষয়টিকে একেবারেই অমানবিক এবং সমাজের জন্য বাজে এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশঙ্কা করছে।