• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১১:২৩
S M Tajul Islam সেপ্টেম্বর ২০, ২০২৫

“মজলুম সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করতে হবে”

ঢাকা : দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে ফ্যাসিস্ট শক্তির দালাল সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বহিষ্কার এবং মজলুম বেকার সাংবাদিকদের চাকরির ব্যবস্থা করতে হবে।

আজ সেপ্টেম্বর ২০ শনিবার জাতীয় প্রেসক্লাবে ফ্যাসিবাদববিরোধী মজলুম সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ এক বৈঠকে এই আহবান জানান।

সভায় সংগঠনের আহবায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠন সদস্য সচিব এ ডি এম সাদ বিন রাবি, তালুকদার রুমি, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, হাফিজুর রহমান, বদিউল আলম চৌধুরী, রাসেল আহমেদ প্রমুখ।

সভায় উল্লেখ করা হয়েছে, এযাবৎকালে বারবার দাবি করা সত্ত্বেও সরকার বেকার মজলুম সাংবাদিকদের বিষয়ে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি, এটা জুলাই বিল্পবের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *