
আমাদের দেশে সাহস করে সত্য কথা বলা লোকের খুব অভাব
শেখ হাসিনার নৃশংসতা :
আমাদের দেশে সাহস করে সত্য কথা বলা লোকের খুব অভাব। বিশেষ করে সেই সত্য যদি রাজনীতি, শক্তিশালী রাজনৈতিক দল বা ক্ষমতাবান নেতা সম্পর্কে হয়, তাহলে তাদের সম্পর্কে বিরূপ কোনো কথা থাকলে পত্রপত্রিকাগুলো সাধারণত সেগুলো চেপে যায় বা এড়িয়ে চলে। মরহুম সাহিত্যিক আহমদ ছফা ছিলেন তেমন একজন ব্যক্তি। ভারতের প্রাচীনতম বাংলা দৈনিক আনন্দবাজারের মিথ্যাচার নিয়ে আহমদ ছফা যা লিখেছেন, সেটি চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অনেক বিষয় আছে, যেগুলো সম্পর্কে কেউ মুখ খুলতে চান না। অনেকে বলেন বাবা, এগুলো খুব টাচি বা স্পর্শকাতর বিষয়। এগুলো সম্পর্কে মুখ খোলা খুব রিস্কি। তারপরও আমাদের এ সমাজে দু’চারজন ব্যক্তি আছেন যাদের আমি দুঃসাহসী বলতে চাই। সংবেদনশীল বিষয় বলতে অনেকের কাছে বোঝায় মুক্তিযুদ্ধে ৩০ লাখ নিহতের বয়ান, মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা, মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধকালে কতজন নর-নারী ভারতে আশ্রয় নিয়েছিলেন, এসব শরণার্থীর মধ্যে কতজন ছিলেন হিন্দু এবং কতজন ছিলেন মুসলমান, সেই সংখ্যা; মুক্তিযুদ্ধের পর যেসব নারী বীরাঙ্গনা বলে পরিচিত হন, তাদের সঠিক সংখ্যা ইত্যাদি।
যে দু-চারজন দুঃসাহসী ব্যক্তির কথা আমার মনে পড়ছে, তাদের মধ্যে একজন হলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। গত ২৯ জুলাই দৈনিক যুগান্তর, দৈনিক মানবজমিন, দৈনিক ইত্তেফাক ও অন্য দৈনিকে তিনি যে উক্তি করেছেন, সেটিকে দুঃসাহসী বলা ছাড়া এ মুহূর্তে আর কোনো শব্দ আমার মনে আসছে না। প্রায় সব পত্রপত্রিকায় তার ওই মন্তব্যের শিরোনাম বলতে গেলে একই। শিরোনামটি হলো, ‘শেখ হাসিনা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও তা করেনি, আসিফ নজরুল’। এ শিরোনামের সংবাদে যা বলা হয়েছে, সেটি একটু পর আমি নিচে উদ্ধৃত করছি। তার আগে আসিফ নজরুলের দুঃসাহস সম্পর্কে আরও দুটি প্রাসঙ্গিক কথা বলতে চাই।
২০২৪ সালে বইমেলায় গিয়ে একটি বইয়ের ওপর আমার নজর আটকে যায়। বইটির নাম, ‘আমি আবুবকর’। লেখক আসিফ নজরুল। বইটির মলাট তেমন চিত্তাকর্ষক নয়। তারপরও আসিফ নজরুল যেহেতু একজন বিখ্যাত ব্যক্তি, তাই আমি ওই বইটি কিনি । এরপর বাসায় এসে বইটি পড়া শুরু করতে বসে আর থামতে পারিনি। রুদ্ধশ্বাসে একটানে ১৩৪ পৃষ্ঠার এ উপন্যাসটি আমি পড়ে ফেলি।
অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আমার চাক্ষুষ কোনো পরিচয় নেই। টেলিফোনেও কোনোদিন আলাপ হয়নি। হুমায়ূন আহমেদ কেমিস্ট্রিতে পিএইচডি করার পরও তার নেশা ছিল লেখালেখি এবং সিনেমা বানানো। কেমিস্ট্রি ছাপিয়ে লেখক হিসাবে তিনি শরৎচন্দ্র এবং বাংলাদেশের ‘আনোয়ারা’ উপন্যাসের লেখক নজিবুর রহমান সাহিত্যরত্নের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছেন। নীহাররঞ্জন গুপ্ত চিকিৎসক। কিন্তু তার রহস্যোপন্যাস এবং রহস্যভেদী কিরিটি রায় চিকিৎসক নীহাররঞ্জনকে আউটশাইন করে গেছে। আমি অর্থনীতির ছাত্র হওয়া সত্ত্বেও বিগত ৬০ বছর ধরে সাংবাদিকতায় আছি (অবশ্য ওদের মতো কেউকেটা আমি হইনি)। আগে একাধিক সেমিনার, সিম্পোজিয়াম ও গোলটেবিল বৈঠকে আমি অংশগ্রহণ করেছি, যেখানে আসিফ নজরুলও বক্তব্য রেখেছেন। তারপরও তার সঙ্গে আমার সরাসরি কোনো আলাপ হয়নি।
প্রথম আলোতে আসিফ নজরুল প্রায়ই কলাম লেখেন। প্রথম আলোতে অনেক নামজাদা ব্যক্তি কলাম লেখেন। তাদের সবার কলাম আমি পড়ি না। কারণ প্রথম আলোর একটি সুনির্দিষ্ট পলিসি আছে, যেটি অর্থনীতির পরিভাষায় প্রচ্ছন্ন বেকারত্বের (Disguised unemployment) মতো পূর্ণভাবে প্রস্ফুটিত নয়। তবে আসিফ নজরুলের কলাম আমি পড়ি। তখন মনে হয় আমরা Birds of the same feather. ভারতীয় আধিপত্য, শেখ হাসিনার Personalised Autocracy বা ব্যক্তি স্বৈরতন্ত্র, Crony Capitalism এবং kleptocracy বা চোরতন্ত্র সম্পর্কে উনি অনেক লিখেছেন।
সেজন্যই বিদেশের মাটিতে বসে কয়েকজন ইউটিউবার যখন তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তখন আমি বিস্মিত হই। বাংলাদেশেও দু-চারজন ব্লগার বা টিভি আলোচক তার সম্পর্কে যেসব কথা বলেন, সেগুলোতে তাদের তথ্যের দৈন্যই প্রকাশ পায়।
২.
জুলাই বিপ্লবের সময় আসিফ নজরুল শুধু বিপ্লবের সারথিদেরকেই নানারকম সাহায্য সহযোগিতা করেননি, বরং সেই বিপ্লবে সুস্পষ্ট অবদান রাখার জন্য তিনি নিজেও বিপন্ন হয়েছিলেন। যারা তার সম্পর্কে তির্যক মন্তব্য করেন, তাদের আমি ‘আমি আবুবকর’ উপন্যাসটি পড়তে বলছি। শুধু পড়ার পরই তার সম্পর্কে আপনি আপনার Conclusion draw করতে পারেন, তার আগে নয়। গঙ্গার পানি বণ্টন সম্পর্কে তার লেখাগুলো পড়ুন। দেখবেন পানি নিয়েও বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি সম্পর্কে একমাত্র বিশিষ্ট পানি বিশেষজ্ঞ বিএম আব্বাস ছাড়া আর কেউ এত তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারেননি।
এখন আমি ফিরে যাচ্ছি তার ওই দুঃসাহসিক মন্তব্যে। দৈনিক মানবজমিনে এ সম্পর্কে যে রিপোর্ট বেরিয়েছে তার পুরোটাই আমি নিচে উদ্ধৃত করছি :
‘শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমার মনে হয়, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। তিনি বলেছেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা, আপনারা বলতে পারেন, ২৫ মার্চ কালরাতে হয়েছে। অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর’। গত ২৯ জুলাই, জুলাই হত্যাযজ্ঞের বিচারের ওপর আলোচনা ও তথ্যপ্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার পারসপেক্টিভ আলাদা। ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে, এরকম কোনো ফুটেজ আমি দেখিনি। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে, কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়িনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কখনো পড়িনি।’
তিনি বলেন, ‘এই বিচারের সঙ্গে যারা যুক্ত আছে, আমরা বেছে বেছে মানুষজনকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না। তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেকে আমাকে বলেছে তাজুলের নামটি কেন দিচ্ছেন? কন্ট্রোভার্সি হবে। আমি বলেছি কীসের কন্ট্রোভার্সি? আমার দরকার এমন আইনজীবী, যাকে ১ হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় আইনজীবী আছে, আমার তাদের প্রতি আস্থা নেই। তাজুলের প্রতি আছে। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এই আইনের প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সঙ্গে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দুই একজন থাকতে পারে। আর কেউ পারবে না। আপনাদের প্রতি নয়, আল্লাহর প্রতি দায় আমাদের, এভাবে দেখেছি জিনিসটা। এরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে। এটা আমরা জানি।’
আইন উপদেষ্টা আসিফ নজরুলের এসব উক্তি Self explanatory. চীফ প্রসিকিউটর তাজুল ইসলামের সততা সম্পর্কে দ্বিমতের কোনো অবকাশ নাই।
৩.
গত ৯ মার্চ ইংরেজি ‘ডেইলি স্টারে’ এস আর ওসমানী নামের এক ভদ্রলোক একটি পোস্ট এডিটোরিয়াল লিখেছেন। শিরোনাম, ‘Hasina regime was uglier than fascism’ অর্থাৎ, হাসিনার শাসন ফ্যাসিবাদের চেয়েও কুৎসিৎ ছিল। শেখ হাসিনাকে তিনি ফ্যাসিস্ট বলতে নারাজ। তার মতে ফ্যাসিজম যতোই ঘৃণিত হোক, তারপরও নাৎসিদের কাছে সেটি ছিল একটি রাজনৈতিক আদর্শ। কিন্তু শেখ হাসিনার কোনো রাজনৈতিক আদর্শ ছিল না। ওই লেখক শেখ হাসিনাকে বলেছেন, Megalomaniac. এর ইংরেজি অর্থ হলো, A psychopathological condition characterized by delusional fantasies of wealth, power, or omnipotence. সংক্ষেপে তিনি ছিলেন মনোবৈকল্যের এক রোগী, যিনি ছিলেন অর্থগৃধ্নু, ক্ষমতামদমত্ত এক সর্বশক্তিময়ী এক নারী। এর জাজ্বল্য প্রমাণ জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্যানুসন্ধানী রিপোর্ট। এ রিপোর্টের এক স্থানে বলা হয়েছে, ‘বাংলাদেশ টেলিভিশনে হামলার পর বিজিবিকে (আগের নাম বিডিআর) স্ট্রাইকফোর্স হিসাবে ব্যবহার করা হয়। ১৮ জুলাই (২০২৪) সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক, র্যাবের প্রধান, বিজিবির প্রধান ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কোর কমিটির একটি বৈঠক পরিচালনা করেন। এক প্রতিরক্ষা কর্মকর্তা জাতিসংঘ প্রতিনিধিকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বিভাগের অন্য কর্মকর্তাদের সামনে বিজিবির কামান্ডারদের নির্দেশ দেন, যেন প্রাণঘাতী শক্তির ব্যবহার আরও সহজ করে তোলা হয়।
ওই সিনিয়র কর্মকতা আরও জানান, পরদিন অনুষ্ঠিত আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বিক্ষোভ দমন করতে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন, ‘আন্দোলনের মূল পরিকল্পনাকারী ও সমস্যা সৃষ্টিকারীদের গ্রেফতার কর, হত্যা কর এবং লাশ গুম কর। ওবায়দুল কাদের ১৯ জুলাই সাংবাদিকদের জানান, নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, দেখামাত্র গুলি করতে।
বাঙালি বা বাংলাদেশি হয়ে আন্দোলনরত বাংলাদেশি ছাত্র-জনতার ওপর গুলি করার এমন ভয়াবহ নির্দেশ ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীও দেয়নি। ১৪০০ আদম সন্তানকে মাত্র ২১ দিনে ঠান্ডা মাথায় হত্যা করা এবং ২৬ হাজার বনি আদমকে গুরুতর আহত করার নজির সমকালীন ইতিহাসে নেই। কীভাবে এ নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, তার গ্রাফিকচিত্র ইনসেটে দেওয়া হলো।
সুতরাং আসিফ নজরুল যখন বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও তা করেনি, তখন তিনি এতটুকুও বাড়িয়ে বলেননি।
মোবায়েদুর রহমান : সিনিয়র সাংবাদিক
সূত্র : যুগান্তর অনলাইন।