• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ৩:৫৭
S M Tajul Islam সেপ্টেম্বর ১৩, ২০২৫

“গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কামরুজ্জামান চৌধুরী জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ যৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউজ কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর,দিনব্যাপি অপসাংবাদিকতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় এতে জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *