• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ৪:০২
S M Tajul Islam সেপ্টেম্বর ১২, ২০২৫

কালীগঞ্জে সাংবাদিক মামুনকে কুপিয়ে জখম করার তিব্র প্রতিবাদ জানিয়েছে মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল-মামুনকে কুপিয়ে জখম করার তিব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন বিআরজেএ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ এশা গাজীপুরের কালীগঞ্জে দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল-মামুনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সাংবাদিকতার কথিত সর্বোচ্চ স্বাধীনতার যুগে সর্বত্র নিরাপত্তাহীনতা! যেন দেখার কেউ নেই!

সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক জাকারিয়া আল-মামুনকে কুপিয়ে জখম করেছে তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *