• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ৪:০২
S M Tajul Islam সেপ্টেম্বর ৮, ২০২৫

কুমিল্লায় নিজ বাসায় মা-মেয়েকে হত্যার ঘটনায় কবিরাজ আটক

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মাকে হত্যার ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍‍্যাব ১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, গত রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *