• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার রাত ৩:৫০
S M Tajul Islam সেপ্টেম্বর ৮, ২০২৫

গণতন্ত্রের পক্ষের দল বিএনপিকে চূড়ান্ত বিজয়ী করতে হবে নেতাকর্মীদেরকে: দুদু

ঠাকুরগাঁও : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের নেতা বলেছেন এই নির্বাচন সহজ নাও হতে পারে। সত্যি আগামী নির্বাচনটা কঠিন হতে পারে। কিন্তু কাজটা আমাদের করতে হবে। শুধু করলেই হবে না গণতন্ত্রের পক্ষের দল ধানের শীষকে চূড়ান্ত বিজয়ী করতে হবে। দল যার হাতে ধানের শীষ দিবে তাকে শুধু বিজয় লাভ করালেই হবে না ইতিহাসের স্বর্ণ অক্ষরের বিজয় লাভ করাতে হবে। আগামীতে যিনি হবেন প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন তারেক রহমান।

সোমবার ৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বী বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে দুদু বলেন, শোনা যাচ্ছে ছাত্রলীগ দু-একটা করে মিছিল বের করছে। এগুলো বন্ধ করতে হবে। আমরা এখনো জুলুম কারীদের, খুনিদের ওপর হাত তুলি নাই। পুলিশের কাছে ছেড়ে দিয়েছি। আপনারা (আওয়ামী লীগ) গণহত্যা চালিয়েছেন। দেশের সম্পদ লুটপাট করেছেন। দেশের মানুষের ওপর জুলুম করেছেন। এখনো ক্ষমা চান নাই। দেশে উশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। এগুলো বাদ দেন। এগুলো করলে দেশের জনগণ ঘর থেকে তুলে নিয়ে জনগণের আদালতে দাঁড় করাবে, বিচার করবে।

গণহত্যাকারীদের বিচার এ সরকার শুরু করেছে আমরা সমর্থন দিয়েছে। এ সরকার শেষ করতে না পারলে পরবর্তী সরকার বিচার করবে যোগ করেন তিনি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, চাঁদাবাজ, লুটপাট, দখলবাজী এগুলো রাজনীতি না। বিএনপিতে এগুলো নাই। যেগুলো ছিল ছাটাই করে দিয়েছে। ভবিষ্যতে কেউ যদি চিন্তাও করে তাহলে তার দলে জায়গা হবে না। বিএনপি গণমানুষের দল, শ্রমিকের দল, সাধারণ মানুষের দল। এইজন্যে মানুষ সব সময় বিএনপিকে পছন্দ করেছে ভোট দেয়।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল শেখ মুজিবুর রহমানের। কিন্তু তিনি করেন নাই। স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। আর স্বৈরাচার এরশাদকে পতন করে জেলে ভরেছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের যোগ্য উত্তরসূরী হলেন আমাদের নেতা তারেক রহমান।বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে অতীতে বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন। এখন আছে আমাদের নেতা তারেক রহমান । তিনি ১৬টা বছর ধরে শত জুলুম নির্যাতন সহ্য করে জনগণকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদকে তাড়িয়েছেন। যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি এই নেতা বলেন, স্বৈরাচার কে পতন করে আমরা একটা পর্ব শেষ করেছি। আর একটি পর্ব আছে নির্বাচন। আমাদের নেতা বলেছেন এই নির্বাচন সহজ নাও হতে পারে। সত্যি আগামী নির্বাচনটা কঠিন হতে পারে। কিন্তু কাজটা আমাদের করতে হবে। শুধু করলেই হবে না গণতন্ত্রের পক্ষের দল ধানের শীষকে চূড়ান্ত বিজয়ী করতে হবে। দল যার হাতে ধানের শীষ দিবে তাকে শুধু বিজয় লাভ করালেই হবে না ইতিহাসের স্বর্ণ অক্ষরের বিজয় লাভ করাতে হবে। আগামীতে যিনি হবেন প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন তারেক রহমান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর করিম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরো উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক (রংপুর) আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ ঠাকুরগা জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *