
ফ্যাসিস্ট হাসিনার তেলবাজ সাংবাদিকদের অপসারণ ও দেশপ্রেমিক সাংবাদিকদের নিয়োগের দাবি
ঢাকা : অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনার তেলবাজ সাংবাদিকদের মিডিয়া থেকে অপসারণ ও দেশপ্রেমিক সাংবাদিকদের নিয়োগ দিতে হবে।
আজ ২৩ আগষ্ট শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদবিরোধী মজলুম সাংবাদিক ফোরাম এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের আহবায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সভায় আহবান জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের অধিনে বাসস, বিটিভি, রেডিও বাংলাদেশকে ফ্যাসিবাদের আধিপত্য মুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের দোসরদের রক্ষায় যারা সহযোগীতা বা ইন্ধন যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত নির্যাতিত, মজলুম ও ত্যাগী সাংবাদিকরা ধারাবাহিক কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বেকার সাংবাদিকদের “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট” থেকে আর্থিক সহায়তা দিতে হবে। অবিলম্বে ‘বাসস’ থেকে চাকরিচ্যুত হাফিজুর রহমানের সকল সুযোগ সুবিধা প্রদান করে নিয়োগদানের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।
নেতারা দাবি করেন, যে সকল পত্রিকা বিজ্ঞাপনে রেট অনুয়ায়ী ওয়েজবোর্ড বাস্তবায়ন করে নাই, তাদের মিডিয়া বাতিল করতে হবে। দিগন্ত টিভি, সিএসবি, ইসলামী টিভি সহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার জন্য। এছাড়া ফ্যাসিবাদের চক্রান্তে যে সকল গণমাধ্যম কর্মী বেকার হয়েছে তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য সচিব এডিএম সাদ বিন রাবি, ফোরাম সদস্য মুহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, হাফিজুর রহমান, বদিউলআলম চৌধুরী প্রমুখ।