• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ৮:১৭
S M Tajul Islam আগস্ট ২২, ২০২৫

পটুয়াখালীর সারোয়ার আলম তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার ইংরেজি বিভাগের চীফ রিপোর্টার

ডেস্ক : তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ার ইংরেজি বিভাগের চীফ রিপোর্টার একজন বাংলাদেশী। তাঁর নাম সারোয়ার আলম। পটুয়াখালীর কলাপাড়ার সন্তান। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা আইয়ুব ভুঁইয়া কলাপাড়া সফরের সময়ে বাংলাদেশে অবস্থানের কথা জানতে পারেন। বাংলাদেশের গৌরব বিশ্ব মিডিয়ায় কাজ করে জানতে পেরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমন্ত্রণ করেন। গতকাল ২১ আগষ্ট বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত বাংলাদেশের সূর্য সন্তান। ক্লাব সভাপতি কবি হাসান হাফিজের সাথেও দেখা করেন তিনি।

সারোয়ার আলম বর্তমানে তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে আনাতোলিয়া বার্তা সংস্থার হেড অফিসে কর্মরত আছেন। বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। তুর্কী বীর কামাল পাশা এটি প্রতিষ্ঠা করেন।

বিশ্বের ৪০টি দেশে এর অফিস এবং ১৮০টি দেশে নিজস্ব প্রতিনিধি রয়েছে। বিনোদন, স্পোর্টস এবং জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবরসহ আনাতোলিয়ার ১৩টি নিজস্ব নিউজ চ্যানেল রয়েছে। পৃথিবীর ৪২টি ভাষায় তারা নিউজ সম্প্রচার করে। রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিউজ সম্প্রচারে আনাতোলিয়ার একচেটিয়া আধিপত্য। কোন বেসরকারি টেলিভিশন চ্যানেলকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দেয়া হয়না তুরস্কে। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন টি আর টিকেও আনাতোলিয়ার ফুটেজ ব্যবহার করতে হয়।

সারোয়ার আলম ২০ বছর আগে বৃত্তি নিয়ে তুরস্কে পড়াশোনা করতে যান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে আনাতোলিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি তুরস্কের নাগরিক। প্রায় এক মাস বাংলাদেশে অবস্থান শেষে গতরাতে তিনি ইস্তাম্বুল ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *