• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ১২:১৬
S M Tajul Islam আগস্ট ২১, ২০২৫

কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ইউএনওর নীরবতা

যশোর : যশোরের কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. সাইদুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য। কিন্তু অভিযোগ দাখিলের পরও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কামরুল ইসলামের নেতৃত্বে ১২ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। ইউএনও অফিসে না থাকায় তার পক্ষে অভিযোগ গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন প্রশাসক সাইদুল হক পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৭০ হাজার টাকা আত্মসাৎ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১০ শতাংশ চাঁদা দাবি, আম বিক্রয় থেকে ২০ হাজার টাকা আত্মসাৎ, ভিজিএফ ও ভিডব্লিউএফ কর্মসূচির চাল আত্মসাৎ, নিম্নমানের সামগ্রী বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মে জড়িত। এছাড়া পরিষদে সেবা নিতে আসা মানুষ ও ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ আনা হয়েছে।

ইউপি সদস্যরা অভিযোগে আরও উল্লেখ করেন, এত গুরুতর অভিযোগ দেওয়ার পরও ইউএনও কোনো তদন্ত শুরু করেননি বা আইনগত ব্যবস্থা নেননি। বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য আসাদুজ্জামান, মো. জিয়ামত আলি, নুরুল ইসলাম, মো. আব্দুল্যা আল মামুন, মো. মিজানুর রহমান, হুমায়ুন কবির টিনু, শেখ আব্দুর সবুর, শ্রী সুভাশ দেবনাথ, মোছা. সরিফা খাতুন, মোছা. মুক্তা বেগম ও মোছা. হাসিনা খাতুন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে ওই ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা গ্রহণ করেছি।” তবে অভিযোগের বিষয়ে পরবর্তী কোনো পদক্ষেপ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

অন্যদিকে প্রশাসক ও প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. সাইদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ইউপি সদস্যরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *