• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল ১১:১৫
S M Tajul Islam আগস্ট ২১, ২০২৫

সিলেট পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম

সিলেট : সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম কর্মস্থলে পৌঁছেছেন।

বুধবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পাথরকাণ্ডে সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে প্রজ্ঞাপন জারি করে। একই সাথে র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করে।

সারোয়ার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে বুধবার বিকেলেই বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ সিলেট ছাড়েন। তার আগে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা বিদায়ী শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকেই সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *