• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার সকাল ৯:৫৭
S M Tajul Islam আগস্ট ৮, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিআরজেএ’র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)।

শুক্রবার (৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানায় সংগঠনটি চেয়ারম্যান ও মহাসচিব।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

এ ঘটনা প্রসঙ্গে বিআরজেএ-এর চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী বলেন, সাংবাদিকের ওপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দেশ এমন ঘটনা নতুন নয় উল্লেখ করে সাংবাদিক নেতা বলেন, অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।

সংগঠনের -এর মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। হত্যাকারীদের দলীয় পরিচয় আমরা দেখতে চাই না, দ্রুত হত্যার বিচার চাই। তুহিন হত্যাকারীদের নিয়ে কোন নাটক শুনতে চাই না। অপরাধীদের বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে হওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *