• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার বিকাল ৪:৩৬
S M Tajul Islam জুলাই ২৯, ২০২৫

আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেলো…

ঢাকা : সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছে বৈষ্যম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ!

গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযোন চালায়। এসময় দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেকের সন্ধান পায় পুলিশ। আগামী মাসের দুই তারিখে ওই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। গুলশানে আওয়ামী পন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সাথে। সেই চুক্তির দুই কোটি ২৫ লাখ টাকার লেনদেনে চেক ছিল রিয়াদের ঘরে।

এছাড়াও পুলিশ তার ঘর থেকে অন্তত ১০ টি এফডিআররের কাগজ পেয়েছে। যেগুলোতে সর্বনিম্ন ২ লাখ টাকা করে রাখা আছে।

গত কয়েকমাসে রিয়াদে একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো পুলিশ অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি। তারা নাকি সংবাদ সম্মেলন করে এসব জানাবে। তবে পুলিশের সমর্থিত সূত্র, অভিযান এবং উপরের তথ্যের সতত্য নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *