• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার দুপুর ১২:১১
S M Tajul Islam জুলাই ২৬, ২০২৫

ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলামের মেয়ের চিকিৎসার খোঁজ খবর নিলেন বিআরজেএ নেতারা

ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম ভাইয়ের মেয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিক নেতার মেয়ের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ ২৬ জুলাই দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতালের কেবিন ব্লকে সাংবাদিক নেতার মেয়ের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে গিয়েছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র চেয়ারম্যান ও মহাসচিব।

একমাত্র মেয়ে সন্তানের কষ্টে পিতা সাংবাদিক নেতা ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন, “সব বাবা-মায়ের মত আমার হৃদয়টাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মা’মুনিটার সুস্থতার জন্য দূর থেকে সবার কাছে একটু দোয়া চাই। (কারণ ডাঃ ভিজিটর নিষিদ্ধ করে দিয়েছেন)।”

সাংবাদিকদের অধিকার নিয়ে দীর্ঘ সংগ্রাম আন্দোলন ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনে সামনের সারিতে নেতৃত্ব দানকারী সাংবাদিক নেতার এই কষ্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র এর নেতারাও ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেয়ের সুস্থতা চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *