
মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সিভিল রাইটস্’র শোক প্রকাশ
ঢাকা : উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম শোক প্রকাশ করেছেন।
আজ বেলা ১ টা ৩০ মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়, এতে বিমানের পাইলট সহ অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। এই মর্মান্তিক ও দুঃখ জনক দূর্ঘটনায় বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত উদ্ধার করে সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় এবং মহান আল্লাহর কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।