• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার রাত ৩:২৬
S M Tajul Islam জুলাই ১৬, ২০২৫

বৈষম্যের স্বীকার ঢাকা ওয়াসার কর্মচারীদের সংবাদ সম্মেলন

ঢাকা: ১৪ই জুলাই ২০২৫ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মো: আনিসুজ্জামান শাহীন খান, জাতীয় পরিচয় পত্র নং ৬৪২০১৭৪৮৭৯, পিতা: মৃত: আলিমুজ্জামান খান, মাতা: মৃত বেগম রওশন আরা, স্থায়ী সাং পূর্ব খলিলপুর, থানা: হরিরামপুর, জেলা: মানিকগঞ্জ, বর্তমান সাং ১১নং অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া, থানা: গেন্ডারিয়া, জেলা: ঢাকা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন খান, সাইফুল ইসলাম, মাহবুব প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আনিসুজ্জামান শাহীন খান। তিনি এই মর্মে অভিযোগ করেন যে, গত ২৩/১০/২০২৪ইং তারিখে ওয়াসা ভবন কাওরান বাজারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সহিত সাক্ষাত করতে আসি আমার বকেয়া বেতন- ভাতা ও অন্যান্য পাওনাদি সহ যোগদান পত্রের একটি কপি (আদালতের আদেশ সহ) এমডি মহোদয়ের কাছে হস্তান্তর করি। কোর্টের আদেশ বলে যোগদানের যাবতীয় কাগজপত্র ঢাকা ওয়াসার আইন কর্মকর্তার নিকট গেলে সেখানে ১৫/২০ জনের একদল লোক আমাকে জিজ্ঞেস করেন আমি ক্যানো ঢাকা ওয়াসা ভবনে প্রবেশ করেছি? যেহেতু আমি ঢাকা ওয়াসার কর্মচারী এবং ঢাকা ওয়াসার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আমি ওয়াসা ভবনে আসবো এটাই তো স্বাভাবিক এই কথা বলায় জনৈক মনির হোসেন পাটোয়ারী বজলুর রহমান, হাফিজ, শাকিল, নুরুল আমীন, আনিস, শাহাজাহান সিরাজ সেলিম, বাতেন সহ আরও ১০/১২ জন লোক সমস্বরে বলতে থাকে এক্ষন ভবন ত্যাগ করো নতুবা ১০ তলা থেকে ফেলে দেবো। উল্লেখ্য পলাতক এমডি তাকসিম খান এর সেকেন্ড ইন কমান্ড শহিদ উদ্দিন চৌধুরী অবৈধভাবে এমডির, চেয়ার দখল করলে আমি হাইকোর্টে রীট পিটিশন দায়ের করি (রীট নম্বর: ১১০৩৮ / ২০২৪ইং) এবং শহিদ উদ্দিন কোর্ট কর্তৃক অপসারিত হয়। এই শহিদ উদ্দিনের গুন্ডা বাহিনী বর্তমানে ভোল পাল্টিয়ে জিয়ার সৈনিক সেজেছে। তারা শহীদ উদ্দিনকে দিয়ে বহু অর্থের বিনিময়ে কয়েকটি অবৈধ অফিস আদেশ জারী করায় যা কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়। (সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ তারিখ: ২৬/১০/২০২৪ইং) আমার উপর একারনে তারা ক্ষিপ্ত। এই মনির পাটোয়ারী স্বঘোষিত শ্রমিক নেতা সেজে প্রতিদিন অফিসে মিছিল মিটিং করে অরাজক পরিস্থিতি তৈরী করে রেখেছে। তাদের কোনও বৈধ সাংগঠনিক স্বীকৃতি নেই শ্রম দপ্তর কর্তৃক স্বীকৃত কমিটি না থাকলে তারা ম্যানেজম্যান্টের সাথে দরকষাকষি করতে পারে না। এই অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফালানোর জন্য এই জাতীয় কর্মকান্ড প্রতিদিন করছে। যেহেতু তারা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রান নাশের হুমকি দিয়েছে বিশেষ করে মনির পাটোয়ারী, হাফিজ এবং বজলুর রহমান গং তাই আমার নিরাপত্তা ও ন্যায় বিচারের স্বার্থে আপনার শরনাপন্ন হলাম। আগামীকাল রবিবার আমাকে প্রতিহত করার জন্য লোক জমায়েত করছে যাতে আমি অফিসে প্রবেশ করতে না পারি। আইনগত ব্যবস্থা নিতে মহোদয়ের সদয় মর্জি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *