• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার রাত ১১:৩৬
S M Tajul Islam জুলাই ৯, ২০২৫

সবাই মিলে দেশটা গড়তে হবে, এজন্য দরকার নির্বাচন: মির্জা ফখরুল

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই মিলে দেশটা গড়তে হবে, এজন্য দরকার নির্বাচন। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

বুধবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে বের হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহবান জানান তিনি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি। বাংলাদেশে একদলীয় শাশন থেকে বহুদলীয় গণতন্ত্রের শাসন ও সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। দেশটাকে সকলে মিলে বাচাঁতে হবে। প্রত্যকটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্যাকে ওঠানো।

এরপরে তিনি রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালল সংগীতশিল্পী শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। এসময় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করেন।

পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফরিদা পারভিন এই উপমহাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী। বিশেষ করে তিনি লালন সঙ্গীতে অদ্বিতীয়। গোটা বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রিয় ছিলেন। দীর্ঘকাল ধরে সঙ্গীত জগতে একছত্র প্রভাব অক্ষত রেখেছেন। তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কিডনী সমস্যা আছে। সরকারের আছে আমার আহ্বান এই গুণী শিল্পীর চিকিৎসার জন্য বোর্ডগঠন করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *