• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার রাত ৪:৩৯
S M Tajul Islam জুলাই ৬, ২০২৫

মজলুম সাংবাদিক নেতা মাহমুদুর রহমানের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

এস এম তাজুল ইসলাম : আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের দাফন রাজধানীর জুরাইনে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হ‌য়ে‌ছে।

এর আগে মরহু‌মের নামাজে জানাজা গুলশানের আজাদ মসজিদে রোববার (৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গুলশান আজাদ মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।

জানাজার আগে আবেগ-আপ্লুতকন্ঠে মাহমুদুর রহমান বলেন, আমার মা একজন ন্যায়নিষ্ট মানুষ ছিলেন। তিনি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। তিনি অনাড়ম্বর জীবন যাপন করতেন। আমার জানা মতে, তিনি কাউকে কষ্ট দেননি।

তিনি আরও বলেন, আমার মা অনেক ছাত্রকে পড়িয়েছেন। এই জানাজায় ছাত্ররা এসেছেন। শিক্ষকতাকালীন তার মা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন।

জানাজায় অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আশরাফ উদ্দীন নিজান, বিএনপি নেতা নাসির উদ্দিন অসীম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশে সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি মনির হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আমান আল আজমী, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপ-প‌রিচালক গাজী আলাউদ্দিন আহমদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

রোববার সকাল ১০ টা ৪০ মিনিটে আমার দেশ সম্পাদককে গুলশানের বাসায় সমবেদনা জানাতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোরশেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রাবন্ধিক ও চিন্তক ফরহাদ মজহার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মুনজু।

এর আগে আসেন সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, এ্যাবের সাবেক সাধারণ সম্পাদক হাসিন আহমেদ, বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *