• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার দুপুর ১:৪০
S M Tajul Islam জুন ২০, ২০২৫

হামলা বন্ধ না হলে আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না বলে আবারও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

আরাঘচি বলেছেন, ‘‘আমেরিকানরা আলোচনা চায় এবং কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনও সুযোগ নেই।’’

তিনি বলেন, ‘‘এই অপরাধের অংশীদার হওয়ায় আমেরিকার সঙ্গে আমাদের কোনও আলোচনা নেই।’’

গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য জেনেভায় গেছেন আরাঘচি। শুক্রবার আরও পরের দিকে জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’’

অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে, বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *