• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ৯:৪৪
S M Tajul Islam মে ২৪, ২০২৫

রাজউকের অথরাইজড অফিসার এহসানুল ইমামের রয়েছে একাধিক ফ্লাট ও প্লট

ঢাকা : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একজন অথরাইজড অফিসারের বিরুদ্ধে অস্বচ্ছ আর্থিক লেনদেন, জমি অধিগ্রহণ, এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কথাটি বলছি জোন-৭/১ এর দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসা শেখ মুহাম্মদ এহসানুল ইমাম-কে নিয়ে।

মেহেরপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এহসানুল ইমাম ২০১৫ সালের ২৭ অক্টোবর রাজউকে সহকারী অথরাইজড অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে জোন ৭/১ এর অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র বলছে, মাত্র ১০ বছরের চাকরি জীবনে তিনি রাজধানীর ইসিবি চত্বরে হাতিলের পেছনে সাড়ে সাত কাঠা জমির মালিক হয়েছেন, যেখানে জমির মালিকানা সাইনবোর্ডে তাঁর নামের পাশাপাশি পাওয়া গেছে এক সময়ের আলোচিত আওয়ামী ক্যাডার আশিকুর রহমান মুকুটের নাম। উল্লেখ্য, মুকুট এক আওয়ামী নেতার জামাতা এবং জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমান।

এহসানুল ইমামের বিরুদ্ধে ফাইল আটকে রেখে উৎকোচ গ্রহণ, চাকরির পদমর্যাদা অতিক্রম করে ব্যক্তিগত পিএস ও ড্রাইভার রাখা, এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ গঠন—এই ধরনের একাধিক অভিযোগ পাওয়া গেছে।

ব্যক্তিগত গাড়ির বিষয়ে তিনি দাবি করেন, একটি তাঁর বাবার—যিনি বিমানবন্দরে চাকরি করতেন, অন্যটি কিস্তিতে কেনা। তবে অনুসন্ধানে জানা গেছে, এককালীন নগদে গাড়ি ক্রয়ের তথ্য রয়েছে।

অথরাইজড অফিসার হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছেন দুজন পিএস (মুন্না ও রনি) এবং একজন ড্রাইভার (শাহ আলম)। সরকারি নিয়ম অনুযায়ী, এমন পদে এধরনের ব্যক্তিগত জনবল রাখার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে জোন-৭ এর পরিচালক রাজিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হয়, তবে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্লেষকরা বলছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার সম্পদের এই অস্বাভাবিক বৃদ্ধি ও বিতর্কিত সম্পৃক্ততা দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় আনা জরুরি।

এ রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত এহসানুল ইমাম তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করেছেন। তবে তথ্য-উপাত্ত বলছে ভিন্ন কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *