
ফ্যাসিবাদের দোসর পুতুলের সহযোগী আসমা খাতুন এখন বিএনপিতে
ঢাকা : আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও সায়মা ওয়াজেদ পুতুল এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এর অন্যতম সহযোগী মোসাঃ আসমা খাতুন এখন গাজীপুর বিএনপিনেতাদের হাত ধরে বিএনপিতে।
বাসা – ১৭১, ষষ্ঠতল তলা (৫ ফ্লোর),রোড -৬, ব্লক -সি , বসুন্ধরা আবাসিক এলাকা – এই ঠিকানায় রয়েছে। স্থায়ী ঠিকানা- গ্রাম- বাঁশিপাড়া , ডাকঘর- গান্না বাজার, থানা -কালীগঞ্জ , জেলা -ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বাঁশিপাড়া গ্রামের আওয়ামী লীগের দোসর সায়মা ওয়াজেদ পুতুলের সহকারী এখন বিএনপির নেত্রী।
মোসাঃ আসমা খাতুন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামীফ্যাসিবাদের দোসর সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এবং সায়মা ওয়াজেদ পুতুল এর সরাসরি তত্ত্বাবধানে নিয়োগ বাণিজ্য, প্লট বরাদ্দেসুপারিশ, ঠিকাদারী প্রতিষ্ঠানকে সরকারী কাজ পাইয়ে দেওয়ায় তদবির ও কমিশন বাণিজ্যকরে শত কোটি টাকার মালিক হয়েছেন। ময়মনসিংহ, ঝিনাইদহ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শত কোটি টাকার সম্পত্তি রয়েছে। লে. কর্নেল (অব.) ফারুক খান এবং সায়মা ওয়াজেদ পুতুল এর সরাসরি নির্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২ নং টার্মিনালে তার প্রতিষ্ঠানের (সূচিলী) নামে একটি দোকান বরাদ্দ নিয়েছেন। ২০২৩ এবং ২০২৪ সালে তিনি মালয়েশিয়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন, যার পরিমাণ শত শত কোটি টাকা। এছাড়া, সায়মা ওয়াজেদ পুতুলের নির্দেশে সাবেক প্রতিমন্ত্রী মেহেরআফরোজ চুমকি তার বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। বর্তমানে এই আওয়ামী লীগের দোসর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা – ১৭১, ষষ্ঠতল তলা (৫ ফ্লোর),রোড-৬ এর সি ব্লকের এই ঠিকানায় রয়েছে।