• ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ৪:২২
S M Tajul Islam মে ৫, ২০২৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে “ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন” শীর্ষক সেমিনার

ঢাকা : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে “ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন” শীর্ষক সেমিনার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে রবিবার দুপুরে রাজধানীর তথ্য ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। আলোচনায় অংশগ্রহণ করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায় যায দিন সম্পাদক শফিক রেহমান, দৈনিক সংগ্রাম সম্পাদক আবু আসাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি অঁওবায়দুর রহমান শাহীন,গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুদুর রহমান খলিলী, বিএফইউজের সহ-সভাপতি খাইরুল বাশার, নির্বাহী সদস্য শাহিন হাসনাত, দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরোপ্রধান রাশিদুল ইসলাম, জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম, শহীদ জামানের মা শামসিআরা জামান,শহীদ হাসান মেহেদীর স্ত্রী প্রমুখ।
সেমিনারে ফ্যাসিবাদী আমলে নিহত সাংবাদিকদের পরিবারের সদস্য ও নির্যাতনের শিকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *