• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার রাত ১০:১৩
S M Tajul Islam এপ্রিল ১৭, ২০২৫

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

ঢাকা : সুশাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনকে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ দলের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রফিকুল আমীন বলেন, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা এ দলের মূল কাজ। পরিবারভিত্তিক রাজনীতি না করে গণতান্ত্রিক রাজনীতি করবে আ-আম জনতা পার্টি।

এ সময় নতুন দলের ৯ দফা ঘোষণা করে তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে দলটি। পাশাপাশি কৃষি ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি।

রফিকুল আমীন বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখের আ-আম জনতা পার্টি পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *