• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার সকাল ১০:০২
S M Tajul Islam মার্চ ১৩, ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী ডিলুর মেয়ে আ.লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়া গ্রেফতার

পাবনা : সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ।

পিয়া ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন পিয়া। বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী পিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *