
হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর পরিচালক জুলহাস ও সালেহ্ হোসেনকে বহিষ্কার
ঢাকা : দুইজন পরিচালক জুলহাস ও সালেহ্ হোসেন এর বিরুদ্ধে কোম্পানীতে বিশৃঙ্খলা সৃষ্টি কারণে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
মোঃ জামাল উদ্দিন বলেন ,কোম্পানীর পরিচালক মোঃ জুলহাস এবং পরিচালক মোঃ সালেহ্ হোসেন ভায়া দুইজন বহিষ্কৃত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং বহিষ্কৃত উপ-ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন নাহার আলো সহ পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের ক্ষমতা অগ্রাহ্য করে অন্যায় ভাবে নিয়ম বহির্ভূত ভাবে বহিরাগত জনবল নিয়ে প্রধান কার্যালয়ে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এতে কোম্পানীর ব্যবসা ও সুনাম নষ্ট হচ্ছে।
তিনি বলেন, আমি দেশের বাইরে থাকি বিধায় কোম্পানীর শৃঙ্খলা রক্ষার্থে আমার অনুপস্থিতিতে কোন পরিচালক অফিসে এসে অযাচিত হস্তক্ষেপ করতে পারবেননা। উপরে উল্লেখিত পরিচালকগণ কোর্টে রিট পিটিশন করার কারনে যথা সময়ে বোর্ড মিটিং করা সম্ভব করা হয় নাই। আমি/আমরা কোম্পানী পরিচালনার বৃহত্তর স্বার্থে কিছু কর্মকর্তা নিয়োগ এবং বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। আরোও উল্লেখ্য যে,, ইতোপূর্বে অন্যায়ভাবে বহিষ্কৃত এমডি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন কোম্পানীর চেয়ারম্যানের স্বাক্ষরিত নিয়োগকৃত সেক্রেটারী মোঃ শাহিদুল ইসলাম কে বহিষ্কার করে। পাশাপাশি আরও অনেক কর্মকর্তাকে বহিষ্কার, নিয়োগ এবং বদলী করার আশংকা করছি। যা অবৈধ বলে গন্য হবে। আমরা যৌথ সিদ্ধান্তে কোম্পানীর কিছু কিছু ব্যাংকের লেনদেন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর লিঃ এর চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, উপস্থিত ছিলেন পরিচালক ফয়জুল হক , মোঃ জামাল মিয়া, মোঃ কামাল মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা।