শ্রমজীবীদের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন সুপারিশমালা প্রণয়ন করছে: সৈয়দ সুলতান
ঢাকা : শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন একটি সুপারিশমালা প্রণয়ন করছেবলে মন্তব্য করেন অন্তর্বতীকালীন সরকারের শ্রম সংস্কার কমিশন -এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ,
মঙ্গলবার ২৪ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গার্মেন্টস সেক্টরে শ্রম সম্পর্ক: চ্যালেঞ্জ, সুযোগ এবং সমাধান” শীর্ষক আলোচনা সভা তিনি এই কথা বলেইন
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রমজীবী মানুষের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবার মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশন একটি সুপারিশমালা প্রণয়ন করছে এবং শ্রম আইন সংশোধন ও শ্রম বিরোধ নিষ্পত্তি এবং শ্রমিকদের জাতীয় নূন্যতম মজুুরিসহ শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় দেশে শ্রমজীবী সংগঠনগুলির শ্রম সংস্কার কমিশন গঠনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই শ্রম খাতের সমস্যা নিরসনে ১০ সদস্য বিশিষ্ট শ্রম সংস্কারের কাজ করছে।
তিনি আরো বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের মতামত নিয়ে ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেওয়ার জন্য তিনি সকল মহলের পরামর্শ নিচ্ছি।
আমিরুল হক বলেন, কর্মদের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি ১.৫ দিন, নির্মাণ শ্রমিকদের ১ দিন নিশ্চিত করে এদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে হবে। ৪২ লক্ষ গার্মেন্টস, ৬০ লক্ষ দোকান কর্মচারী ৩৭ লক্ষ নির্মাণ শ্রমিকসহ নিম্ন আয়ের শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
উক্ত শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্তর্বতীকালীন সরকারের শ্রম সংস্কারের কমিশন -এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বক্তব্য রাখেন আনম সাইফুদ্দিন,ফজলে শামীম এহসান,জোবায়দা পারভীন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।




























