• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:৫৪
S M Tajul Islam ডিসেম্বর ১৮, ২০২৪

গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই বসতবাড়ির সাতটি টিনশেড ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু মিরাজ (৭) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে। টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার একটি ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে সে বসবাস করত।

স্থানীয়রা জানান, শিশু মিরাজকে রেখে তার মা-বাবা দুই দিন আগে গ্রামের বাড়িতে যান। রাতে দাদি তাকে ঘরে তালা দিয়ে অন্যত্র গিয়েছিলেন। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির অন্যান্য লোকজন বাইরে বেরিয়ে আসলেও তালাবদ্ধ থাকায় ঘর থেকে বের হতে পারেনি শিশু মিরাজ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির ৭টি কক্ষ পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম জানান, রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই এক শিশু তালাবদ্ধ ঘরে পুড়ে মারা যায়। পরে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই বাড়ির ৭টি কক্ষ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *