• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:২৯
S M Tajul Islam ডিসেম্বর ১৭, ২০২৪

মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ্

ঢাকা: মানুষের নয়,সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, দাসত্ব ও আইনের আনুগত্য একমাত্র আল্লাহর এবং এরই বাস্তবায়নে শর্তহীন আনুগতা- অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মাদ (সাঃ) এর, অন্য কারো নয় এই কথা বলেন ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ এর  শান্তিপূর্ণ গণজাগরণে  যাত্রা সমাবেশে তিনি এই কথা বলেন।

   হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেন, মানুষের নয়।,সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, দাসত্ব ও আইনের আনুগত্য একমাত্র আল্লাহর এবং এরই বাস্তবায়নে শর্তহীন আনুগতা- অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মাদ (সাঃ) এর, অন্য কারো নয়। এসব মহাসত্য বিষয়গুলোর ভিত্তিতে সমাজ ও রাষ্ট গঠিত ও পরিচালিত হলেই মানুষের জীবনে সু-শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের ন্যায্য সকল অধিকার আদায় ও সংরক্ষন হবে, তাদের জান মাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে।

তিনি বলেন,বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানব রচিত ব্যবস্থা মেনে চলার মাধ্যমে বিশ্বের মানুষ এসব মহাসত্য বিষয়গুলো থেকে বিচ্যুত হয়ে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব মেনে মানুষেরই মনগড়া আইন-বিধানের এবং এরই ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করছে, যার কারণে মানুষের দুনিয়ার জীবনে চরম অশান্তি বিরাজ করছে এবং এ অবস্থায় মৃত্যু বরণ করলে আখিরাতের জীবনে তাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম যা মূলতঃ মহাক্ষতি। গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্ৰহণ করে আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে মহাসত্য বিষয়গুলোর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামীনের প্রতিনিধিত্বকারী আমীরের নেতৃত্বে ইসলামের আইন বিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার প্রচেষ্টাই মহাক্ষতি থেকে বাঁচার এবং কল্যাণ, পান্তি ও জান্নাত লাভের আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের একমাত্র উপায়। মহাক্ষতি থেকে বাঁচার এবং কল্যাণ, শান্তি ও জা ন্নাত লাভের জন্যই শুধু মাত্র আল্লাহ রাসুল আলামীনের সন্তুষ্টি  অর্জুনের লক্ষ্যেই ইসলামী সমাজ গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে মহাসত্য বিষয়গুলোর ভিত্তিতে সমাজ ও রাষ্ট ইসলামের আইন বিধান প্রতিষ্টর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

উক্ত  শান্তিপূর্ণ  গণজাগরণ যাত্রা সমাবেশে সভাপতিত্ব করেন,ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন, আবূ জাফর মোহাম্মদ সালেহ,হযরত ইয়াসিন, ইউসুফ আলী মোল্ল, সেলিম মোল্লা, সুলাইমান কবির,মোহাম্মদ সোহাগ সহ বিপুল কর্মী ও নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *