মহান বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
ঢাকা : মহান বিজয় দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার ১৬ ডিসেম্বর বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক এফ রহমান রুপক এবং সদস্য সচিব মোঃ শাহাজালাল ভুইয়া উজ্জ্বলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, যুগ্ম আহ্বায়ক শান্তা ফারজানা, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক আবির, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ শাহাজাহান মিয়া। সংগঠনের সদস্য মোঃ মহিন উদ্দিন স্বপন, মোঃ অনিক, মোঃ শাহ আলম সাগর,মাহবুব মন্ডল, মোসাঃ মাহাফুজা আক্তার, মোসাঃ ডালিয়া আক্তার, মোঃ রায়হান, মোঃ মনির হোসেন, এবং মোঃ নাজমুল হুদা বাবুল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং স্বাধীনতার মূল্যবোধ বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।