• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:৩৪
S M Tajul Islam ডিসেম্বর ১৫, ২০২৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং এ মহাপরিচালকের কারসাজির প্রতিবাদ

ঢাকা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং এ মহাপরিচালকের কারসাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন। রবিবার ১৫ ডিসেম্বর,  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তন ভুক্তভোগী ঠিকাদার বৃন্দ এই দাবী জানান।

 ভুক্তভোগী ঠিকাদার বৃন্দ বলেন,আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আউটসোসিং জনবল সরবরাহে  ডিএনসি  ২০২৪-২৫ অদ্য ১৫ ডিসেম্বর দরপত্র অংশগ্রহণের নিমিত্তে কার্যাবলী সম্পাদন  সম্পন্ন করি, কিন্তু দরপত্র দাখিলের স্থানে স্থানীয় কতিপয় সন্ত্রাসী বাহিনী কতৃক আমাদের দরপত্র ছিনিয়ে নিয়ে যায়, এবং আমাদেরকে ভয় দেখিয়ে  জিম্মি করে রাখে, এই দরপত্রের মুল্য ৩০ লক্ষ টাকার অধিক হয়, তাহলে দরপত্র দাখিলের স্থানে একাধিক হামে দেওয়া হয়, পিপিআর-২০০৬এর আইন অনুযায়ী।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন,আলোচ্য বিষয়টি বিবেচনা পূর্বক উক্ত দরপত্রটি বাতিল করে পুনঃ দরপত্র আহব্বান পূর্বক একাধিক স্থানে দরপত্র দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহনের আহব্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,পলক সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিঃ,প্রিয়া এসোসিয়েট এসোসিয়েশন লিঃ,  মেসাস  পাইওনিয়ার এন্টারপ্রাইস, অলি আরাফাত সার্ভিসেস(প্রাঃ)লিঃ, ক্লিনটেক, একাত্তর সিকিউরিটি ফোস লিঃ মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস(প্রাঃ)লিঃসহ অন্যন্যা টিকাদার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *