• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:৪০
S M Tajul Islam ডিসেম্বর ১৫, ২০২৪

ওবায়দুল কাদের এর আত্মীয় পরিচয়দানকারী ভূমিদস্যু মুরগী নাসির এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা : রবিবার ১৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খাঁ মিলনায়তনে ওবায়দুল কাদের এর আত্মীয় পরিচয়দানকারী
ভূমিদস্যু মুরগী নাসির এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ভূত্তভোগী মিজানুর রহমান,বলেন, আমার পিতার নাম মৃত ফকরুদ্দিন মিয়া,সাং মাতুয়াইল, থানা-বদমতলী, তুষার ধারা আবাসিক এলাকা ঢাকা, বিগত ২০০১ সালে ৮ই নভেম্বর ডেমরা থানাধীন সিএস ৩৩২এস এ-১৫৪, মৌজা মাতুয়াইল ৩৮. ২৫ শতাংশ জায়গা মোয়াজেম হোসেন মিয়ার নিকট থেকে খরিদ করি। পরবর্তীতে নিজ নামে আরএস নামজারি করি, যাহার নম্বর ১৮৩/৯১,পরবর্তীতে নিজ নামে সিটি খারিজ করি, যার নম্বর ৯৫/১৭১ এবং হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে। যার খারিজ নম্বর ৩৫৫৫ মাতুয়াইল মৌজা।

তিনি বলেন, জরুরী সরকার মঈন উদ্দিন ফখরুদ্দিনের এর দুই বছর এবং আওয়ামীলীগের ১৬ বছর মোট ১৮ ধরে একসময়ের মুরগি ব্যাবসায়ী, মুরগি নাসির ও তার ঘনিষ্ঠ সহযোগী স্থানীয় আওয়ামীলীগ প্রেতাত্মা নিরব মিয়া গংরা জবর দখন করে,আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের এর আত্মীয় পরিচয়দিয়ে দখল করে আসছিল, এই দখল দারা দখল দীঘ করার জন্য মিথ্যা মামলা উচ্চ আদালতে ভূক্তভোগী পক্ষে রায় দেয়।এদিক মুরগি নাসির ও নিরব সেই জমিতে নিজেদের দখল কায়েম রাখতে মিজানুর রহমান ও তার নিকটজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা মামলা দেয়। এতে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন মিজানুর রহমান ও তার আত্মীয় স্বজনরা।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পতনের পর উক্ত মুরগি নাসির ও নিরব এখনো নানাধরনের ছলচাতুরী এবং ষড়যন্ত্র করেই চলছে, এমতাবস্থায় মানবিক উক্ত সন্ত্রাসী ও ভূমি দসুদের বিচারের দাবী জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলন মিজানুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *