আমাদের প্রতিপক্ষ বানাবেন না: মির্জা ফখরুল
ঢাকা : রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ কারণে আমাদের প্রতিটি মুহূর্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
সৌদি আরবের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক জোনাসসৌদি আরবের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক জোনাস
তিনি বলেন, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে। তাকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে কারণে গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
বিএনপি মহাসচিব বলেন, যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সে ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়।
হোয়াইট হাউজে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবিহোয়াইট হাউজে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে সরকারের জন্য খারাপ সময় আসবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট দিন-তারিখে সংস্কার শেষ হবে না। ভবিষ্যতে জনগণের সরকারই তা বাস্তবায়ন করবে।