”নারীদের প্রতি সহিংসতা বন্ধে একতাবদ্ধ হোন”
ঢাকা : একটি গাড়ি চলতে যেমন দুই পাশের চাকা দরকার হয়, ঠিক তেমনি নারী নির্যাতন প্রতিরোধে নারী পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ”নারীদের প্রতি সহিংসতা বন্ধে একতাবদ্ধ হোন” এই শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
আজ শনিবার ৭ ডিসেম্বর “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৪” উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আব্দুস ছালাম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন বলেন, নারী নির্যাতনের অন্যতম অনুসংগ কন্যা সন্তান হওয়া কে জীব বিজ্ঞানের আংগিকে ব্যাখ্যা করেন। এ ছাড়াও তিনি পারিবারিক শিক্ষার অভাব, নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি, ধর্মের অপব্যাখ্যা ও মিডিয়ার অসারতাকে তুলে ধরেন।
সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. প্রফেসর শামীমা তাসনীম বলেন, একটি গাড়ি চলতে যেমন দুই পাশের চাকা দরকার হয় ঠিক তেমনি নারী নির্যাতন প্রতিরোধে নারী পুরুষ সবার সম্মেলিত প্রচেষ্টা প্রয়োজন।
নারী নির্যাতন একটি মানবাধিকার লংঘন জনিত অপরাধ। তাই নারীকে প্রথম শুধু নারী হিসেবে নয়, প্রয়োজন মানুষ হিসেবে মূল্যায়ন করা। পরিবার, সমাজ ও রাস্ট্রে নারী পুরুষের সম অধিকার থাকতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ আইন থাকলেই হবে না দরকার আইনের সঠিক প্রয়োগ।
সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল তার বক্তব্যে বলেন, ইসলামী জীবন ব্যবস্থায় পরিবার খুবই একটি গুরুত্বপূর্ণ অনুষংগ। আর ইসলামের দৃষ্টিতে পরিবারে স্বামী স্ত্রী দুজনেই সমান মর্যাদাবান। তাই পরিবারের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে স্বামীর মতো স্ত্রীরও সমান অধিকার রয়েছে। কেননা একজন স্ত্রীর পরিবার পরিচালনা, সন্তান প্রতিপালন এবং পরিবারের সকল কাজে তার গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
একইভাবে পরিবারের মাধ্যমে মানবিক অবকাঠামো তৈরিতেও একজন “মা”- মূখ্য ভূমিকা পালন করে থাকে। একজন মাই পারে মানবিক সন্তান তৈরি করতে। এভাবেই গড়ে উঠতে পারে একটি মানবিক প্রজন্ম। সবশেষে বলতে চাই, পরিবারের সদস্যদের মধ্যে ইহসানপূর্ণ সম্পর্ক চর্চায় একজন মা, একজন স্ত্রী, সবচেয়ে বেশি কার্যকর ভুমিকা পালন করে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন অধ্যাপক, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়| বিশেষ অতিথি প্রফেসর পারভীন সুলতানা হায়দার, অধ্যাপক অর্ নীতি বিভাগ, ঢাকা কলেজ এবং তসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ সিদ্বেশ্বরী গার্লস কলেজ। আরও উপস্থিত ছিলেন ড. ফেরদৌস আরা বকুল প্রাক্তন সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. প্রফেসর শামীমা তাসনীম, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন পেশাজীবী নারীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।