• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার রাত ৩:৩৪
S M Tajul Islam নভেম্বর ২৮, ২০২৪

সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ চাকুরী জাতীয়করণের দাবি

ঢাকা : সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ চাকুরী জাতীয়করণের দাবিতে অনশন পঞ্চম দিন চলছে।

মোহাম্মদ ইকবাল হোসেন:স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবীশদের দাবি-দাওয়া আজও পূরণ করেনি বলে অনশন কারিরা এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ(এক্সট্রা – মোহনার)’দের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচির ৫০দিনের পঞ্চম দিনে আমরণ অনশনের তারা এই দাবি জানান।

মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ,সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবীশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় এই দফায় নকল নবীশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি চলছে। বর্তমানে আজকে পঞ্চম দিন হলো আমরণ অনশন কর্মসূচি পালন করছি, অনেক অসুস্থ হয়ে পড়েন তাই স্যালাইন দিয়ে সুস্থ রাখার চেষ্টা করছি।

তিনি বলেন,স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবীশদের দাবি-দাওয়া আজও পূরণ করেনি বলে অনশন করেনি তাই আমরা আমরণ অনশন কর্মসূচি করতে বাধ্য হয়েছি।

মোহাম্মদ আল আমিন সরকার বলেন,বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবীশদের দুঃখ-দুর্দশা লাঘব হয়নি। তাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার/নকল নবীশদের চাকুরী জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন।

আজকের আমরণ অনশন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরকার, জাহাঙ্গীর আলম, এনামুল হাসান, মাসুদ রানা, রুবেল সহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলার সর্বস্তরের নকল নবীশগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *