বাহাদুর সাজেদা আক্তার ক্যাবের সদস্য হিসাবে মনোনিত হয়েছেন
নিজস্ব প্রতিবেদক।।
ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনিত হয়েছেন বাহাদুর সাজেদা আক্তার। জিপি ৭৪ মহাখালী (স্কয়ারের সামনে) বনানী, ঢাকা।
ক্যাব এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাবের ২০২৪ হতে ২০২৬ মেয়াদের ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনিত করা হয়েছে।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সদস্য হিসাবে পাওয়ায় ভোক্তা আন্দোলন আরো বেগবান হবে বলে বিশ্বাস।