• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার দুপুর ১:৩৭
S M Tajul Islam নভেম্বর ১, ২০২৪

নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে: ফরহাদ মজহার

মঞ্জুর: ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সারাবিশ্বের কাছে অবৈধ’ এমনটিই মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক, তাত্ত্বিক ও জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার। শুক্রবার ০১ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড পিচ স্টাডিজ’ নামের একটি সংগঠন। ফরহাদ মজহার বলেন, ‘এই সরকার সারাবিশ্বে কিন্তু অবৈধ সরকার। দিল্লি আপনাদেরকে (অন্তর্বর্তী সরকার) আপাতত মেনে নিয়েছে। কিন্তু, যখনই তারা সুযোগ পাবে, তখনই বলবে যে, একটা অন্যায় গণঅভ্যুত্থানের মাধ্যমে জোর করে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য নয়। আপনি যতই বলেন না কেন, আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিতে তিনি (শেখ হাসিনা) তো নির্বাচিত। ভারত অতি সহজে আরগু করতে পারে, এটা আমার সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। ১৭ কোটির বাংলাদেশে যদি নৈরাজ্য সৃষ্টি হয়, সেটা আমার সিকিউরিটির জন্য হুমকি।’ তিনি আরও বলেন, ‘আপনারা (অন্তর্বর্তী সরকার) কি দিল্লির নেতৃত্বে আরেকটা ব্লু হেলমেট চান? আপনারা কি দিল্লির আগ্রাসন চান? চান কি-না? যদি না চান, তাহলে ইমিডিয়েটলি বলতে হবে, এই সংবিধানের অধীনে আমরা অন্তর্বর্তী সরকার চাই না। এই সংবিধান আমাদের জন্য বিপজ্জনক। এই সংবিধান দিল্লির আগ্রাসন এবং ইন্দো-আমেরিকান-ইসরায়েলের আগ্রাসন থেকে আমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং অবিলম্বে এই সংবিধান বাতিল করে, সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকারের ধারণা থেকে বের হয়ে এসে পরিপূর্ণ স্বাধীন সরকার হিসেবে ঘোষণা দিতে হবে। সেই সরকারের প্রতি আমাদের সমর্থন সহযোগিতা পরিপূর্ণভাবে থাকবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ড. শাহারিয়ার ইফতেখার ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *