• ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার রাত ২:১২
S M Tajul Islam অক্টোবর ১৪, ২০২৫

শিক্ষকদের ন্যায্য সব দাবি মেনে নিন : ব্যারিস্টার ফুয়াদ

ঢাকা : শিক্ষকদের ন্যায্য সব দাবি মেনে নিন : ব্যারিস্টার ফুয়াদ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শিক্ষকদের ন্যায্য সব দাবি অবিলম্বে মেনে নিন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির প্রস্তুতি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান? অথচ আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন।

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়
তিনি আরও বলেন, শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন, রাষ্ট্র দেখভাল না করে, তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয়, সম্মানের সঙ্গে বেতন-ভাতার সুযোগ সুবিধা না হয়, তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না। হাসিনার মতো টাউট বাটপার আসবে। এই রাষ্ট্রের অপশন খুব পরিষ্কার।

ফুয়াদ বলেন, শিক্ষকমণ্ডলীকে যদি সম্মানের সঙ্গে বেতন-ভাতা দেওয়া না হয়, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়ার কারিগর আসবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। শিক্ষকমণ্ডলীর সঙ্গে বসেন। আলোচনা করেন। আলাপ করে ন্যায্যতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন, সেগুলো অবিলম্বে মেনে নেন। এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ। এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ-এর সম্ভাবনা তৈরি হবে। এই মেনে নেওয়ার মধ্যেই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সঙ্গে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন।

এদিকে, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বিকেল ৪টায় শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *